গত ১১থেকে ১৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও অন্য ধর্মপল্লী থেকে মোট ৬৩ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। উক্ত বিবাহ প্রশিক্ষণে ফাদারগণসহ অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ক্লাস দেওয়া হয়। বিবাহ একটি ঐশ পরিকল্পনা , বিবাহের গুরুত্ব ও সুষ্ঠু মনোনয়ন, বিবাহ একটি পবিত্র সাক্রামেন্ত, পরিবার পরিকল্পনা, সাক্রামেন্ত, সামাজিক রীতি-নীতিতে বিবাহ, সুখী দাম্পত্য জীবন, মাণ্ডলিক শিক্ষা, ক্রেডিট ইউনিয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়

নিলয় মুর্মূ অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রাক্ বিবাহ প্রশিক্ষণে এসে আমরা বিবাহ সাক্রামেন্ত সম্পর্কে সুন্দর একটি শিক্ষা পেয়েছি যা আমাদের ভবিষ্যতে সংসার জীবনে অনেক কাজে লাগবে।

১৫ অক্টোবর রবিবাসরীয় খ্রিস্টযাগ ও সাটিফিকেট বিতরণের মাধ্যমে প্রাক্ বিবাহ প্রশিক্ষণ কোর্সটি সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: