গত ৩ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা সংঘের সহায়তায় সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর ফাদার-সিস্টারসহ বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার দলের সদস্য-সদস্যাগণ, মিশন পাড়ার ছেলে-মেয়েসহ ২২৫ জন উপস্থিত ছিলেন।

এই পর্বের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয় দিনের নভেনা, পাপস্বীকার ও সাধ্বীর জীবনী সহভাগিতা করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার লুইস সুশীল পেরেরা। খ্রিস্টযাগের উপদেশে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার জীবনের দু-একটি উদ্বৃতি দিয়ে বলেন ‘আমি মণ্ডলির কেন্দ্রে থেকেই শুধু ভালোবেসে যাব এবং পৃথিবীর সকল মহাদেশের শেষ প্রান্ত পর্যন্ত আমি বাণী প্রচার করে যেতে চাই।’

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: