“হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী” বাংলাদেশের হলি ক্রস ব্রাদারদের দ্বারা গৃহীত এক দুঃসাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত, রাজশাহীর জন্য একটি নতুন ইতিহাস, যুগের প্রয়োজনে গুণগত মানসম্পন্ন শিক্ষা সেবার এক নতুন প্রত্যয়ের নাম। স্বল্প পরিসরে হলেও বিগত প্রায় দুই বছরে ব্রাদারগণ তার নমুনা প্রমাণ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নব নির্মিত একাডেমিক ভবনটি গত ১৯ অক্টোবর, রোজ বৃহস্পতিবার মাননীয় মেয়র মহোদয় রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ, রাজশাহী। বিশেষ অতিথিবৃন্দ: জনাব প্রফেসর মো. কামরুল ইসলাম চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী, বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন কিন্তু তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত মো: হুমায়ুন কবীর, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী। জনাব মো. শাহাদত আলী শাহু, কাউন্সিলর, ১৭ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস, রাজশাহী অঞ্চল। চেয়ারপারসন ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, প্রভিন্সিয়াল সুপিরিয়র, সেন্ট যোসেফ প্রভিন্স, ঢাকা, বাংলাদেশ এবং চেয়ারপারসন গভর্নিং বডি, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কনভেনর ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি, অধ্যক্ষ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।

অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়ানো। তারপর বিশেষ অতিথি’র স্বাগত বক্তব্য, গেস্ট অব অনার, সভাপতি এবং প্রধান অতিথি’র বক্তব্য।

বরেন্দ্রদূত রিপোর্টার: হিলারিউস মুরমু

Please follow and like us: