২৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে ‘বাণীপাঠক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাণী পাঠক অনুষ্ঠানে দর্শনশাস্ত্র দ্বিতীয় বর্ষের ১৩ জন ভাই বাণীপাঠক সেবা দায়িত্ব লাভ করেন। সকাল ৬: ৩০ মিনিটে পবিত্র আত্মা উচ্চ সেমিনার, গির্জার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে পর্দাপণ করে এবং ক্রুশের চিহ্নের মধ্য দিয়ে পবিত্র খ্রিস্টযাগ আরম্ভ হয়। শ্রদ্ধেয় ফাদার পল গমেজ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক, শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাঁসদা, শিক্ষা পরিচালক, শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলী কস্তা, আধ্যাত্মিক পরিচালক, শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিস মূর্মু, শ্রদ্ধেয় ফাদার পিটার শ্যানেল গমেজ, শ্রদ্ধেয় ফাদার লেণার্ড রিবেরু, শ্রদ্ধেয় ফাদার আলবিন গমেজ, পালপুরোহিত, রাঙ্গামাটিয়া ধর্মপল্লী, ঢাকা ও খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। প্রার্থনার মূলসুর: “ঐশবাণী ধ্যানে জীবন গঠন”।

বাণীপাঠক অনুষ্ঠানে প্রধান পুরোহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, ভিকার জেনারেল, ঢাকা মহাধর্মোপ্রদেশ। তিনি তাঁর সহভাগিতায় বাণীপাঠকদের উদ্দেশে করে বলেন, “বাণী পাঠক হলো যাজক হওয়ার জন্য সবেমাত্র একটি ধাপ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাণী পাঠক হওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের বাণী প্রচার করবে, মানুষকে পবিত্র করে তুলবে, পরিশুদ্ধ হতে সাহায্য দান ও আধ্যাত্মিকতা বেড়ে উঠতে সাহায্য করবে। তিনি আরোও বলেন, পুরাতন নিয়মে প্রবক্তাগণ তাদের জীবন আদের্শ ও খ্রিস্ট জীবনাচরণের মধ্য দিয়ে বাণী প্রচার করেছেন। নতুন নিয়মে আমরা দেখি, সেই বাণীই হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আদিতে ছিলেন বাণী; বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর (যোহন ১:১)। তাই মানুষকে পবিত্র করার আগে, বাণী প্রচারের আগে প্রথমত, ‘বাণীকে তোমাদের অন্তরে হৃদয়াঙ্গ করতে হবে। তারপর বাণী প্রচার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। বাণীপ্রচার করা মানে ‘যিশুকে প্রচার করা’। তাই তিনি সাধু জেরোমের উক্তিটি বলেন, “বাণী মধুর চেয়েও মিষ্ট”। শেষে তিনি বলেন, “বাণীপাঠকের গুরুত্বপূর্ণ কাজ হলো- যিশুর ঐশবাণী ঘোষণা করা। “তোমরা জগতের সর্বত্রই যাও; বিশ্বসৃষ্টির কাছে তোমরা ঘোষণা কর মঙ্গলসমাচার” (মার্ক ১৬:১৫)।

খ্রিস্টযাগের শেষে শ্রদ্ধেয় ফাদার পল গমেজ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী’র পরিচালক, শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোড়াইয়া’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শেষে প্রত্যেক বাণীপাঠককে একটি করে ‘পবিত্র বাইবেল’ ও সকলকে আশীর্বাদ প্রদান করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : জের্ভাস গাব্রিয়েল মুরমু

Please follow and like us: