গত ৩১ শে অক্টোবর, রোজ মঙ্গলবার, সাধু ইউজিনের ধর্মপল্লী, লক্ষণপুরে পবিত্র জপমালা মাসের শেষ দিনে মা- মারিয়াকে নিয়ে শোভাযাত্রা করা হয়। ধর্মপল্লীর পার্শ্ববর্তী ৩ টি গ্রাম ( লক্ষীপুর, পাইকবান্দা ও লক্ষণপুর) হতে মোট ৮০ জন খ্রিস্টভক্ত উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
উক্ত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল পুরোহিত ফা: সুবাস আন্তনী কস্তা, ওএমআই এবং সহার্পণ করেন ফা: প্লাবন রোজারিও, ওএমআই। শ্রদ্ধেয় ফাদার তার সহভাগিতায় মা-মারিয়ার বিভিন্ন গুণাবলীগুলো তুলে ধরেন এবং আমাদের প্রতিদিনকার জীবনে মায়ের আশির্বাদ ও অনুগ্রহ সম্পর্কে আলোকপাত করেন।
খ্রিস্টযাগের পর সবার জন্য রাতের আহারের ব্যবস্থা করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফা: প্লাবন রোজারিও, ওএমআই
Please follow and like us: