কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল গত ১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০টায় কারিতাস রাজশাহীর আঞ্চলিক অফিসে কারিতাস বাংলাদেশের চতুর্থ কৌশলগত কর্মপরিকল্পনা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ হতে জুন ২০২৯ খ্রিস্টাব্দ আয়োজন করে।
উক্ত কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি দলে বিভাজন করে অত্র অঞ্চলের প্রধান প্রধান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা ও অগ্রাধিকার নির্ণয়, উক্ত সমস্যায় অধিকতর ক্ষতিগ্রস্থ ব্যক্তি/ গোষ্ঠী/ সম্প্রদায় চিহ্নিত করা হয়। অতঃপর উল্লিখিত সমস্যা সমাধানের জন্য কি কি ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণ করা হয়।
উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সম্মানিত জিবি/ইবি/আরপিইসি সদস্য, জিও/এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, মিডিয়া, প্রতিনিধি, কারিতাসের সার্বিক মানব উন্নয়ন সংগঠন প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিসহ কারিতাস রাজশাহী অঞ্চলের নির্ধারিত কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় সভাপতিত্ব করেন মি. ডেবিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল এবং সঞ্চালনায় ছিলেন মি. অসীম এন. ক্রুশ, ইন্চার্জ (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল।
বরেন্দ্রদূত রিপোর্টার : মি. স্বপন এল. গমেজ