সহযাত্রী মণ্ডলিতে শিশুরা: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব অংশগণ’ এই মূলসুরের আলোকে গত ১২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত ১৪ টি মফস্বল গ্রাম নিয়ে ঝলঝলিয়া সেন্টারে শিশু মঙ্গল দিবস উদযাপিত হয়। উক্ত দিবসে বিভিন্ন গ্রাম থেকে মোট ২০০ জন শিশু ও ৩০ জন এনিমেটর অংশগ্রহণ করেন।
১২ নভেম্বর সকাল ৯:৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল- পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা। খ্রিস্টযাগের উপদেশ সহভাগিতায় ফাদার বলেন, ‘যিশু শিশুদের ভালোবাসতেন। তাই তিনি শিষ্যদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও। ঠিক তেমনি ভাবে মণ্ডলি তথা আমরা প্রত্যেকে তোমাদের ভালোবাসি। আমরা চাই যিশুর শিক্ষায় বড় হয়ে তোমরাও যেন সহযাত্রী মণ্ডলিতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ দায়িত্ব পালন করতে পার আর বিশ্বাসী ও ভালো মানুষ হতে পারো।’
খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা এবং সহকারী পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশনকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর শ্রদ্ধেয় পাল-পুরোহিত শিশুমঙ্গল দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সহকারী পাল- পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন স্বাগত বক্তব্যে বলেন, ” যিশু শিশুদের সর্বদা ভালোবাসেন। তাই যিশুর প্রতি বাধ্য থাকবে, প্রার্থনা করবে আর পিতামাতার কথাও শুনবে। ‘
এরপর শিশুরা প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা ও যিশুর জীবন কাহিনীর উপর নাটিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অত্যন্ত আনন্দপূর্ণভাবে সারাদিনব্যাপী শিশুমঙ্গল দিবস পালিত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন