গত ১২ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো “ছিন্নমূল শিশুদের অধিকার সুরক্ষা” বিষয়ক গোল টেবিল বৈঠক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আবদুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা: ফা: উইলিয়াম মুর্মু, চ্যান্সেলর রাজশাহী ধর্মপ্রদেশ ও চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চল। কারিতাস রাজশাহী অঞ্চল কর্তক পরিচালিত লাইফ প্রকল্পের আওতায় এই গোল টেবিল বৈঠক আয়োজন করা হয়।
শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকে অংশিজনেরা বলেছেন, জাতির উন্নত ভবিষ্যতের স্বপ্ন যেভাবে দেখতে চাই তা শিশুদের মধ্যেই দেখতে হবে। কারন ভবিষ্যত নির্মাণের কারিগর শিশুরাই। শিশুদের বঞ্চনা ও অবহেলার মধ্যে রেখে আমরা উন্নত ভবিষ্যতের কথা ভাবতে পারিনা। সেটা ভাবাও ন্যায্যতা নয়। আলোচকদের মতে শিশুদের অধিকার ও সুরক্ষায় প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে। অন্যের ওপর দোষারোপ করার অর্থই হবে দায়িত্ব এড়িয়ে যাওয়া। একজনের পক্ষে অনেক শিশুর দায়িত্ব নেওয়া হয়তো সম্ভব নয়- কিন্তু একটি শিশুর দায়িত্ব নিতে পারলেও সমাজ পরিবর্তনে করা যায়। আমাদের পারিপাশির্^ক জীবন পাল্টে যায়। আর শিশুরা সুরক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সুরক্ষা পায়।
গোল টেবিল বৈঠকে “ছিন্নমূল, বস্তিবাসী ও সুবিধা বঞ্চিত শিশুর অধিকার ও সুরক্ষা কল্পে আমাদের করণীয়” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আহম্মেদ জাকি রায়হান, ইন্সট্রাক্টর, পিটিআই, রাজশাহী। প্যানেল আলোচনায় “শিশু অধিকার ও সুরক্ষায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জনাব মোঃ আব্দুস সামাদ মন্ডল, প্রাক্তন প্রিন্সিপাল,টিটি কলেজ, রাজশাহী। “বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে কন্যা শিশুদের অধিকার ও সুরক্ষা” বিষয়ে আলোচনা করেন জনাব এ্যাডভোকেট সামিনা বেগম, কোর্ডিনেটর, ব্লাষ্ট, রাজশাহী এরিয়া ও এ্যাডভোকেট রাজশাহী বার কাউন্সিল, রাজশাহী। “শিশু অধিকার সুরক্ষায় সমাজ ও ধর্মীয় নেতাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন ফাদার পল গমেজ, পাল-পুরোহিত, ক্যাথিড্রাল ধর্মপল্লী, রাজশাহী, ভিকার জেনারেল-রাজশাহী ধর্মপ্রদেশ ও সদস্য কারিতাস সাধারণ পরিষদ ও নিবার্হী পরিষদ, কারিতাস বাংলাদেশ।“ শিশু অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীর ভূমিকা” বিষয়ে আলোচনা তুলে ধরেন জনাব ড. আয়নাল হক, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা, রাজশাহী।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, টিটিসি -র অধ্যাপক ড. শিরিন আক্তার, সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমিনুর রহমান, মমিনুল হাসান, সারোয়ার জাহান, ফেরদৌস সরকার মুকুল, শাহনাজ বেগম, লতিফা খাতুন, শেফালী বানু ও সিস্টার দিপীকা পালমা প্রমূখ।

Please follow and like us: