গত ১৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, সেন্ট জেভিয়ার ধর্মপল্লী ফৈলজানাতে, খ্রিস্টভক্তজনগণ বিষয়ক কমিশন এর আওতাধীন মহিলা ডেক্স এর আয়োজনে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস । ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ ও ‘মঙ্গলবাণী ঘোষণায় নারীর ভূমিকা’ এই মূলসুরকে কেন্দ্র করে ফৈলজানা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ফৈলজানা ধর্মপল্লীরপাল-পুরোহিত ফাদার এপোলো। তিনি তার বক্তব্যে বলেন, আমাকে একজন বিশ্বাসী মা দাও, আমি তোমাদের বিশ্বাসী মণ্ডলী উপহার দিব। মূলভাবের উপর বক্তব্য দেন ফাদার বাবলু কোড়াইয়া। তিনি তার বক্তব্যে বলেন যে, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের নারীদেরকে সব কাজে এগিয়ে আসতে হবে এমনি কি মঙ্গলবাণী ঘোষণার কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে ও বিশ্বাসের জীবন গঠনে মায়েদের বা নারীদের ভূমিকার কোন তুলনা হয় না। ‘একজন নারীর দৃষ্টি নারী দিবসের তাৎপর্য কি হতে পারে’, এ বিষয়ে আলোচনা করেন মিসেস শিশিলিয়া মারান্ডী রাজশাহী ধর্মপ্রদেশের নারী ডেক্স এর কনভেনর। তিনি তার জীবন অভিজ্ঞতার আলোকে নারীদের আহ্বান জানিয়ে বলেন যে, বর্তমান যুগে নারীদের পিছয়ে থাকার কোন সুযোগ নেই। সততা, সৃজনশীলতা ও সাহসিকতা নিয়ে প্রতিটি নারীকে সামনে এগিয়ে যেতে হবে।

Please follow and like us: