আজ ২০২৪ খ্রিস্টাব্দের প্রথম দিন। তাই ‘বরেন্দ্রদূত’ পক্ষ থেকে নববর্ষ উপলক্ষ্যে সকল পাঠক-পাঠিকাদের জানাই শুভ নববর্ষ।
আমাদের জীবনে এক বিশেষ মুহুর্ত আসে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। যখন আমরা আমাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ দিতে পারি। বর্ষ বিদায় হচ্ছে আমাদের জীবনের পিছনে ফিরে তাকানোর সময়। একটি বছর আমাদের জীবনের জন্য হল এক ধরণের আশির্বাদ। এই সময়ে ঈশ্বর আমাদের নানাভাবে তাঁর অনুগ্রহে লালন-পালন করে থাকেন। জীবনের যত বিপদে আপদে আমাদের সহায় থাকেন। সুস্থতায়-অসুস্থতায় আমাদের তাঁর পক্ষচ্ছায়ায় আগলে রাখেন, যাতে জীবনের কোন অমঙ্গল আমাদের স্পর্শ করতে না পারে। সারা বছর ঈশ্বর আমাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। সামনে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। এটিও আমাদের প্রতি ঈশ্বরের মহান ভালবাসা। আসুন, আমাদের জীবন মূল্যায়ন করি, গত জীবনের যত ভুল ত্রুটি আছে তা অকপটে স্বীকার করি, নতুন বছর শুরু করতে ঈশ্বরের আশির্বাদ যাচনা করি ও মহান ঈশ্বরের প্রশংসা গান করি।