গত ১৫ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, সাধু পিতরের ধর্মপল্লী মুশরইলে উদযাপিত হলো দম্পতি সেমিনার। পরিবার সমাজের প্রাণকেন্দ্র। তাই পরিবার নামক মৌলিক প্রতিষ্ঠানকে প্রানবন্ত রাখতে পরিবার পরিচালনার দায়িত্বে থাকা দম্পতিদের প্রানবন্ত রাখা প্রয়োজন সর্বাগ্রে। দম্পতিরাই পারে পরিবারের সকল দিক সঠিকভাবে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। আর তার জন্য প্রয়োজন নিজেদের মধ্যে বোঝাপড়া। পরিবার জীবনে একইভাবে থাকতে থাকতে কোন কোন সময় প্রায় এক গুয়েমী চলে আসে। দম্পতিগণ পরিবার জীবনে যেখানে নিজেদের মধ্যে আর কোন আনন্দ অনুভব করেন না। তাই ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদ আয়োজিত দম্পতি সেমিনার আয়োজন ও বাস্তবাযন করা হয়। সেমিনারে মুশরইল ধর্মপল্লীর মোট ৭০জন (৩৫ দম্পতি) অংশগ্রহণ করেন। সেমিনারে মূল বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন শ্রদ্ধেয় ফাদার বিকাশ রিবেরু, পাল পুরোহিত, বনপাড়া ধর্মপল্লী। মনিকা বাড়ৈ, সহকারি শিক্ষিকা, বুলনপুর গার্লস হাই স্কুল, বৈদ্যনাথ হাঁসদা, বেনেডিক্ট মূর্মূ এবং শ্রদ্ধেয় ফাদার প্রদীপ জে. কস্তা, আহবায়ক, ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদ, রাজশাহী। সেমিনারে সার্বক্ষনিকভাবে উপস্থিত থেকে আন্তরিক সহযোগিতা প্রদান করেন শ্রদ্ধেয় মনসিনিয়র মার্সেল ফিলিপ তপ্ন।

Please follow and like us: