বিগত ১২ থেকে ১৭ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো এস.এস.সি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ সেমিনার। আর এই সেমিনারের মূলসুর ছিলো “জীবনাহ্বান : মা-মারীয়া ও আমরা”। এই প্রশিক্ষণ সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশের মধ্য ভিকারিয়ার ধর্মপল্লীগুলো থেকে অংশগ্রহন করেছে ১১০ জন পরীক্ষার্থী। প্রশিক্ষণে যে সব বিষয় গুলো সহভাগিতা করা হয়েছে সেগুলো হলো: মান্ডলিক আইন, জীবনাহ্বান নির্ণয়ে মা মারীয়া, পবিত্র বাইবেল, ক্যারিয়ার প্লান, গণমাধ্যম ও তার ব্যাবহার, প্রজনন স্বাস্থ্যঃ মানসিক, আধ্যাত্মিক ও দৈহিক পরিবর্তন, মন্ডলীর মহাসভাসমুহ, ক্ষুদ্র খ্রিস্টিয় মন্ডলী, যুব নেতৃত্ব ও নৈতিকতা। এছাড়াও জীবনাভিজ্ঞতা অর্জনের জন্য অংশগ্রহনকারীদের দলভিত্তিক নবাই বটতলা ও সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামে পাঠানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যদিয়ে এই এস.এস.সি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ সেমিনারের সমাপ্ত ঘোষনা করা হয়।
এস.এস.সি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ সেমিনার
Please follow and like us: