২২ মার্চ, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও-এর পদাভিষেক বার্ষিকী। ২০০৭ খ্রিস্টাব্দের ২২ মার্চ তিনি বিশপ পদে অভিষিক্ত হয়েছেন। রাজশাহী ধর্মপ্রদেশের সকল ফাদার, ব্রাদার, সিস্টার, খ্রিস্টভক্ত এবং শুভানুধ্যায়ীদের পক্ষ্য থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করি।
-সম্পাদক
বরেন্দ্রদূত
Please follow and like us: