গত ২১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, ভবানীপুর ধর্মপল্লীতে যুবাদের নিয়ে অনুষ্ঠিত হল দিনব্যপি তপস্যাকালীন আধ্যাত্নিক প্রস্তুতি। এই তপস্যাকালিন প্রস্তুতির মূলসুর ছিল “যীশুর কষ্টের যন্ত্রণাভোগ”। এই অনুষ্ঠানের শুরুতেই ছিল বিশেষ প্রার্থনা। যুবাদের হৃদয়ে যীশুর যন্ত্রণাভোগ উপলব্ধি করার জন্য ছিল চিত্রাংকন, স্বরচিত কবিতা লিখন ও আবৃত্তি এবং পা-ধোয়ার অনুষ্ঠান। এ পা-ধোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবক-যুবতীরা একে অন্যের পা-ধুয়ে দিয়েছেন আর এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যীশুখ্রিস্ট যে ভাবে নিজেকে নম্র করেছেন ঠিক একই ভাবে আমরা যেন অন্যের কাছে নম্র হয়ে সেবা করতে পারি। অর্থাৎ নম্র ও সেবার চিহ্ন হিসেবে এই পা-ধোয়ার অনুষ্ঠান করা হয়। এর পরে পাপস্বীকার সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে নিজেদের পাপের ক্ষমা লাভ করে, যুবক-যুবতীরা খ্রিস্টযাগে অংশগ্রহণ করে তপস্যাকালীন আধ্যাত্বিক প্রস্তুতি নিয়েছেন। এই অনুষ্ঠানে একজোড়া দম্পত্তিসহ যুবাদের অংশগ্রহণ ছিল ৪৩ জন।

Please follow and like us: