গত ১৯ মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দে, নয় দিন আধ্যাত্মিক প্রস্তুতির পর উদযাপিত হলো বনপাড়া ধর্মপল্লীর উপ-ধর্মপল্লী কুমরুল গীর্জার প্রতিপালক সাধু যোসেফের পর্বোৎসব। পর্বীয় খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু এবং ফাদার লিটন কস্তা, ফাদার মিন্টু রোজারিও ও ফাদার নবীন কস্তা সহার্পন করেন। উপদেশে ফাদার লিটন কস্তা সাধু যোসেফের বিভিন্ন গুণাবলী তুলে ধরে বলেন, “সাধু যোসেফ আমাদের সবাইকে আহ্বান করেন দায়িত্বশীল পিতা হতে, মাতা হতে এবং সন্তান হয়ে উঠতে”। পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট বলেন, “কুমরুল উপধর্মপল্লীর এই পর্বটি হয়ে উঠুক পাহাড়িয়া ভাই-বোনদের একটি মিলন মেলা”। মধ্যাহ্ন ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার নব নিবাচির্ত চেয়ারম্যান ড: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন। উক্ত পর্বোৎসবে কুমরুলসহ বনপাড়া, ভবানীপুর, গোপালপুর, আন্ধারকোঠা, বাগানপাড়া ধর্মপল্লীর প্রায় পাঁচ শতাধিক পাহাড়ীয়া ও বাঙ্গালী খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।

Please follow and like us: