গত ২৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, যুবাদের নিয়ে রাজশাহী কারিতাস অঞ্চলে অনুষ্ঠিত হল আন্তঃমান্ডলীক তপস্যাকালীন ধ্যান সভা। ধর্মপ্রদেশীয় খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে এবং কারিতাসের সার্বিক সহায়তায় এই ধ্যান সভাটি অনুষ্ঠিত হয়। এই ধ্যান সভার মূলসুর ছিল “তপস্যাকাল-ঐশ অনুগ্রহ লাভের কাল” এবং এতে কাথলিক মন্ডলী ও অন্যান্য মন্ডলীর ৭৭ জন যুবক-যুবতী অংশগ্রহন করে। প্রার্থনার মধ্যদিয়ে এই ধ্যান সভা শুরু হয়। রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা তার শুভেচ্ছা বক্তব্যে যুবাদের উদ্দেশ্যে বলেন, “মানব জীবনে, জীবন গঠণে তিনটি পর্যায় রয়েছে আর তা হল- পাওয়া, হওয়া, দেওয়া। প্রথম অবস্থায় আমাদের একজন সুন্দর মানুষ হয়ে উঠতে হবে। আর সুন্দর মানুষ হয়ে উঠার জন্য জাগতিক আসক্তি নয় বরং নৈতিক আধ্যাত্মিক গঠণ প্রয়োজন। অন্যদিকে ভিকার জেনারেল ফাদার পল গমেজ যুবক-যুবতীদের সম্মানিত ব্যক্তিত্ব হওয়ার আহ্বান জানান। রাজশাহী সিটি চার্চের পালক শ্রদ্ধেয় বিলিয়ম সরদার তিনি অপব্যয়ী পুত্রের দয়ালু পিতার উপমা কাহিনীর উপর ভিত্তি করে সহভাগিতা করেন। তিনি বলেন, আমরা কীভাবে পিতার কাছ থেকে দুরে সরে যাই? সেই বিষয়ে আত্মপরীক্ষা করার আহ্বান জানান এবং যুবক-যুবতীরা নিজেদের মন আত্মপরীক্ষা করেন। পারস্পারিক ক্ষমা দান ও ক্ষমা লাভের পর সবার উপর দ’জন পালক ও ফাদার হাত বিস্তার করেন এবং ক্ষমার বাণী উচ্চারণ করেন। আত্মপরীক্ষা ও পূণর্মিলন অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনের আহ্বায়ক ফাদার প্যাট্রিক গমেজ। আর যুবক-যুবতীরা নতুন জীবনের চিহ্ন স্বরূপ সবুজ পাতা গ্রহন করার পর যুবারা তপস্যাকালীন যাত্রায় কীভাবে অনুশীলন করবে তা ব্যক্ত করেন।

Please follow and like us: