গত ২৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে শিশুদের নিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত মোট ১৮ জন এনিমেটর ও ১০৬ জন শিশু অংশগ্রহণ করে। সকাল ৯:৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও।
খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী “যিশুর ছোট্ট শিশুরা একেকজন ক্ষুদে প্রেরণকর্মী”-এই মূলসুরের উপর বক্তব্য রাখেন। নানা বাস্তব ঘটনা, গল্প, কাহিনী ও প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সহজ সরল ভাষায় শিশুদের উদ্দেশ্যে কথা বলেন।
সেমিনারে শিশুদের জন্য কাথলিক মণ্ডলির ধর্মশিক্ষা বিষয়ক নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহায়তা করেন ফাদার উত্তম রোজারিও, রিজেন্ট নয়ন পালমা, মিসেস মিতু গমেজ, সিস্টার মেরী অমৃতা, এসএমআরএ এবং এনিমেটরগণ।
মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট নয়ন পালমা