২৮ এপ্রিল ২০২৪ লূর্দের রাণী মারিয়ার ধর্মপল্লীতে ধর্ম শিক্ষা ক্লাশ ও বাইবেল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজের প্রার্থনার মধ্য দিয়ে ধর্ম শিক্ষা ক্লাশ ও বাইবেল বিষয়ক সেমিনার শুরু হয়।
পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা ব্যক্তি জীবনে বাইবেল এবং বাইবেল পড়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, একজন খ্রিস্টান হিসেবে আমাদের নিয়মিত বাইবেল পাঠ, তা নিয়ে ধ্যান এবং সে অনুযায়ী জীবন যাপন করা উচিত । এছাড়াও তিনি বলেন, নিয়মিত এবং ধারাবাহিকভাবে বাইবেল পড়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। বাইবেল আমাদের ঈশ্বরকে চিনতে ও জানতে সাহায্য করে।
বাংলাদেশ বাইবেল সোসাইটির ডিস্ট্রিবিউশন অফিসার মি: জেমস বিশ্বাস সহভাগিতায় বলেন, বাংলাদেশ বাইবেল সোসাইটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চেষ্ঠা করছে বাইবেলকে সবার কাছে পরিচয় করে দিতে। এজন্য বাইবলে সোসাইটি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাইবেল সোসাইটি বিভিন্ন ভাষায় বাইবেল অনুবাদ করে বিভিন্ন ভাষাভাষী মানুষের হাতে পৌছে ঈশ্বরের বাণী সবাই যাতে শুনতে পারে এই লক্ষ্যে কাজ করে চলেছে। একমাত্র বাইবেলের মধ্য দিয়েই ঈশ্বরের বাণী সবার কাছে পৌছানো সম্ভব।”
উক্ত সেমিনারে বাইবেলের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বিজয়ীদের মাঝে বাইবেল সোসাইটির পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়।
পরিশেষে ফাদার পিউস সকলকে ধন্যবাদ জানিয়ে বাইবেল সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম