বিগত ২১ থেকে ২৪ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাই-বোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা করা হয়। “প্রভুতে আনন্দ করো, আর নেই কোন ভয়” এই মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ২৭০ জন প্রতিবন্ধী ভাই-বোনের অংশগ্রহণে রাজশাহী প্রতিবন্ধী হাউজ স্নেহনীড় ও কারিতাসের সহায়তায় এ বছরের প্রায়শ্চিত্তকালের প্রতিবন্ধী ভাই-বোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত তীর্থযাত্রার মূলসুরের উপর সহভাগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার পল গমেজ। তিনি তার সহভাগিতায় বলেন, আমরা সবাই আনন্দ করতে, আনন্দে থাকতে, আনন্দে জীবন যাপন করতে এবং আনন্দের অংশীদার হতে, অন্যকে আনন্দ দিতে পছন্দ করি এটা আমাদের মানব জীবনের একটা সহজাত পভৃতি, বেশিষ্ট্য ও জীবন বাস্তবতা। আনন্দে থাকাটা সবার কাম্য। তবে এর গুরুত্বটা ও প্রয়োজনীয়তা কটটুকু তা আমরা চিন্তা করি না। আমরা আনন্দ পাই জীবনে সুস্থ্য থেকে, ভাল খেয়ে-পরে এবং সুন্দর পোশাক পরে, আরাম আয়েশে জীবন-যাপন করে, অর্থ-সম্পদের মালিক হয়ে। তবে প্রকৃত আনন্দ কোথায় তা আমাদের খুজতে হবে?। আমাদের প্রকৃত আনন্দ প্রভূতে এবং প্রভূকে নিয়ে। সেটাই যেন আমাদের আনন্দের লক্ষ্য হয়ে উঠে। এছাড়া ও প্রতিবন্ধী ভাই-বোনদের আধ্যাত্নিক ও মানুষিক প্রস্তুতির জন্য পবিত্র ক্রুশের পথ, প্রার্থনা সভা, পাপ-স্বীকার, খেলা-ধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অতঃপর রবিবাসরীয় পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে প্রতিবন্ধী ভাই-বোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের এ তীর্থযাত্রার সমাপ্তি করা হয়।
প্রতিবন্ধী ভাই-বোনদের প্রায়শ্চিত্তকালীন বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা
Please follow and like us: