গত ১২ই মে, লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়াতে যে সকল শিক্ষার্থীরা প্রতি রবিবার খ্রীষ্টযাগে এবং ধর্মশিক্ষা ক্লাশে অংশগ্রহণ করে তাদের হাতে বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লী পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া, ক্রেডিট কর্মীগণ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দান করেন। তাদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এই ধর্মপল্লীর ভবিষ্যত, তোমরাই একমাত্র এই ধর্মপল্লীকে সামনের দিকে এগিয়ে নিয়ে পার”।
পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একজন পূর্ণগঠিত ও শিক্ষিত মানুষ হতে হলে পড়াশোনার কোনো বিকল্প এবং শেষ নাই। প্রকৃত শিক্ষা মানুষকে মানবিক, ধার্মিক, সৎ ও বিবেকবান মানুষ হতে সহায়তা করে।” তিনি আরো বলেন, “ ধর্মপল্লীতে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ধর্মশিক্ষা ক্লাশে অংশগ্রহণ কর তা সত্যিই প্রসংশার যোগ্য”।
পরিশেষে ফাদার দিলীপ এস. কস্তা ক্রেডিট ইউনিয়নকে তাদের এই মহৎ উদ্যোগের জন্য এবং পিতামাতাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের সন্তানদের মিশনে আসতে অনুপ্রেরণা প্রদান করার জন্য।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম