কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, “ মানব জীবনের উত্তম সময় হলো যুব বয়স” যুব জীবনের শ্রেষ্ঠ ও মূলবান সম্পদ হলো যৌবন এবং এই যৌবন হল ঈশ্বরের বিশেষ অনুগ্রহ বা দান। গত ১৬ মে কারিতাস স্কুল বনপাড়াতে “ নৈতিকতা ও আধ্যাত্মিকতা” উন্নয়ন বিষয়ক সেমিনারের শুরুতেই ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু এই বলে তাঁর বক্তব্য শুরু করেন।

প্রদ্বীপ প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিনার শুরু করা হয়। অতঃপর কারিতাস রাজশাহী অঞ্চলের বনপাড়া শাখার দুই জন স্যার তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

মুসলিম, হিন্দু, এবং  খ্রিস্টান  মোট ৪০ জন যুবা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে উক্ত সেমিনারে খ্রিস্টান , মুসলিম ও হিন্দু এই তিনটি ধর্মের আলোকেই নৈতিকতা ও আধ্যাত্মিক বিষয়ক শিক্ষা দেওয়া হয়। যাতে র্ধমীয়ভাবের মধ্য দিয়েই সকল ছাত্র ও ছাত্রী নৈতিকতা ও আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। কারিতাস স্কুলের মূল লক্ষ্যই ছিলো যেন টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা  সুন্দর মনের মানুষ হিসেবে নিজেদের গড়ে উঠতে পারে।

সেমিনারে প্রধান বক্তা ফা. উজ্জ্বল রিবেরু বলেন, “ নৈতিকতার বহিঃ প্রকাশ ঘটে মানুষের মনো দৈহিক চিন্তা- চেতনা, আচার- আচরণ, কথা-বার্তা, চাল-চলন, অভ্যাস অঙ্গ-ভঙ্গি ইত্যাদিতে। নৈতিকতার সাথে জড়িয়ে আছে মানুষের বিবেক, ভাল-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করার শক্তি, মানুষের পাপ-পুণ্য, বিশ্বাস, দায়িত্ব-কর্তব্যবোধ ও নৈতিক গুণাবলী এবং মূল্যবোধ। নীতি ও নৈতিকতাা বোধের মধ্য দিয়ে মানুষ ন্যায়-অন্যায়, ভাল-মন্দ, সত্য-মিথ্যা, পাপ-পুণ্য, ভুল-সঠিক এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে, তা বুঝতে ও মানুতে সক্ষম হয়। মানব জীবনে “ নৈতিকতা ও আধ্যাত্মিকতা” দুটি শক্তিশালী স্তম্ভ। তাই একজন সুন্দর মনের মানুষ হয়ে উঠা আমাদের সকলের আহ্বান ” ।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার উজ্জ্বল রিবেরু

 

Please follow and like us: