“শিশুরা মণ্ডলির ভবিষ্যত। আজকের শিশুদের যত্নের ওপরই নির্ভর করছে আগামীর শিশু কেমন হবে। শিশুদের যত্নে মণ্ডলি, পরিবার ও সমাজের ব্যাপক ভূমিকা রয়েছ।” সুরশুনিপাড়া ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপনকালে পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা এই কথা বলেন।

গত ১৭ মে সুরশুনিপাড়া ধর্পল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এদিন শিশুদের কলকাকলীতে মুখর ছিল ধর্মপল্লী প্রাঙ্গন। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৩৯ জন এনিমেটর এবং ২৮২ জন শিশু অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া ও ধর্মপল্লীর সিস্টারসহ পার্শবতী ধর্মপল্লীর ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন ও ফাদার সুজন গমেজ। উল্লেখ্য যে, এবারের শিশুমঙ্গল দিবস উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে শিশুরা বিষয়ভিত্তিক দেওয়ালিকা প্রস্তুত করে আনে।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা শিশুদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সিস্টার লুসি কস্তা, এসসি মূলভাবের ওপর শিশুদের বলেন, “তোমরা আশার বীজ বপন ও শান্তি প্রতিষ্ঠার জন্য আহুত। তাই তোমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।”

ফাদার সাগর কোড়াইয়া তার বক্তব্যে বলেন, “শিশুদের ভালোমত পড়াশোনা করতে হবে, পিতা-মাতার কথা শুনতে হবে; সর্বপরি ভালো মানুষ হতে হবে।”

ফাদার সুজন গমেজ শিশুদের উৎসাহ প্রদান করে সকলের উদ্দেশ্য এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তিটি স্মরণ করিয়ে বলেন, “স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। তাই স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার।”

অতঃপর অংশগ্রহণকারী শিশুদের মাঝে লটারীর মাধ্যমে গ্রামভিত্তিক গান, নাচ ও নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাঝে এনিমেটর ও শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী একজন শিশু বলেন, “আজকে আমার অনেক ভালো লাগছে কারণ আজকে আমি অনেক মজা করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি”।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী এনিমেটর ববিতা ও ক্যারোলিনা মুর্মু বলেন, “শিশুমঙ্গল দিবস পালনের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকশিত হয়। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন শিশুদের জন্য অনেক প্রয়োজন। সারাদিন শিশুদের সাথে থেকে আমার অনেক ভালো লেগেছে।”

বরেন্দ্রদূত রিপোর্টার : জেরম অজয় মুরমু ও স্বর্ণলতা কিস্কু

Please follow and like us: