গত ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ বোর্ণী ধর্মপল্লীতে সাধ্বী বার্থলোমেয়া কাপিতানিও ও ভিনচেন্সা যেরোজা-এর পর্ব এবং একই সাথে সিস্টারস্ অফ চ্যারিটি ও কাপিতানিও সংঘের পর্ব উদযাপন করা হয়।

পর্বের প্রস্তুতি স্বরূপ তিন দিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তা, সাথে ছিলেন সহকারী পাল-পুরোহিত শ্রদ্বেয় ফাদার মিন্টু রায় ও ফাদার সুরেশ পিউরীফিকেশন। এই পবীর্য় খ্রিস্টযাগে প্রায় ১৫০ ছেলেমেয়ে ও খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন।

পাল-পুরোহিত তার উপদেশ সহভাগিতায় বলেন, ‘আজ আমরা সাধ্বী বার্থলোমেয়া কাপিতানিও ও ভিনচেন্সা যেরোজা-এর পর্ব পালন করছি। ঈশ্বরের প্রতি তারা নম্রতা ও বিশ্বস্ততার আদর্শ প্রকাশ করেছেন। তিনি নিরলসভাবে মণ্ডলিতে কাজ করেছেন। আমরা যেন তাঁর আদর্শ আদর্শ অনুসরণ করে নিজেকে মণ্ডলির কাজে নিবেদন করতে পারি।’

কাপিতানিও সংঘের একজন সদস্য বলেন, ‘আজকে সাধ্বী বার্থলোমেয়া কাপিতানিও ও ভিনচেন্সা জেরোজা-এর পর্ব উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আজকের এই পর্বদিনে আমরা সবাই প্রার্থনা করি যেন এই সাধ্বীদ্বয়ের আদর্শ অনুসরণ করে, ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা নম্রতার সাথে গ্রহণ করি এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য যেন বিশ্বস্ততার সাথে পালন করতে পারি।’

খ্রিস্টযাগের পর সাধ্বী কাপিতানিও সংঘের একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধ্বী বার্থলোমেয়া কাপিতানিও ও ভিনচেন্সা যেরোজা-এর জীবনী নাটিকার মধ্য দিয়ে পরিবেশন করেন। পরিশেষে ধন্যবাদ মূলক বক্তব্যে সুপিরিয়র সিস্টার পুষ্প রোজারিও বলেন, ‘আপনাদের সকলকে পর্বীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের পর্ব দিনে খ্রিস্টযাগ ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: