লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়াতে মহাসমারোহে এসএমআরএ সিস্টারদের পর্বদিন পালন করা হয়।
পর্বীয় খ্রিস্টযাগের পুরোহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা এবং ধর্মপল্লীতে ও সেমিনারীতে সেবাদানকারী পুরোহিতগণ, বোর্ডিং ছেলে-মেয়েরা এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের পরে বনপাড়া ধর্মপল্লীতে কর্মরত এসএমআরএ সিস্টারদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা সিস্টারদের সেবা কাজের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “বাংলাদেশে স্থানীয় ধর্মব্রতিনী সম্প্রদায় প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া নারীদের সার্বিক উন্নয়নে সহায়তা করার মাধ্যমে মণ্ডলিকে আরো শক্তিশালী করে তোলা এবং বাণী প্রচার করা। এসএমআরএ সিস্টারগণ ধর্মপল্লীর কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বোর্ডিং পরিচালনাসহ নানাবিধ কাজে মণ্ডলিকে সহযোগিতা করে আসছে। তাদের সেবা কাজ সত্যিই প্রশংসনীয়।”
সি. মেরী আরতি এসএমআরএ সিস্টারদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদেরকে সেবাকাজে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। তিনি বলেন, “এসএমআরএ সম্প্রদায়ের ক্যারিজম হলো প্রেরিতগণের রাণী মারীয়ার অনুকরণে শিশু, মহিলা এবং অসুস্থদের মাঝে খ্রিস্টের প্রেরণ কাজে ও তাঁর মণ্ডলিতে শর্তহীন ও আনন্দপূর্ণ সেবাদান। এই ক্যারিজমের উপর নির্ভর করে আমরা মণ্ডলিতে বিভিন্নভাবে সেবা কাজ করে চলেছি।”
পরিশেষে পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা সব কিছুর জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম