আজ ১৯ মে, আন্ধারকোঠা ধর্মপল্লীতে সিস্টারের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে আন্ধারকোঠা ধর্মপল্লী। এতে উপস্থিত ছিলেন ফাদার – সিস্টার, ডিকন ও খ্রিস্টভক্তগণ।
পঞ্চাশত্তমী পর্বের খ্রিস্টযাগ শেষে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সেন্ট জেরোজা কনভেন্টের সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি, এসসি এর বিদায় এবং নতুন সুপিরিয়র সিস্টার অগ্নেস কস্তা, এসসি এর বরণ অনুষ্ঠান।
সিস্টার তেরেজা মার্ডি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এইখানে সেবা দায়িত্ব পালন করছি, অনেক কিছুই নতুন অভিজ্ঞতা করেছি ও শিখেছি । ঈশ্বরের ইচ্ছা পালন ও পূরণ করাই হলো আমার প্রথম দায়িত্ব। তাই প্রার্থনা করবেন আমি নতুন দায়িত্ব নিয়ে যেখানে যাচ্ছি সেখানে যেনো সুস্থ থেকে ইশ্বরের ইচ্ছা পালনে নিবেদিত থাকতে পারি।
সিস্টার আগ্নেস কস্তা বলেন, আমাকে বরণ করে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই । আশা করি, আমাদের প্রভিন্সিয়াল আমাকে যে দায়িত্ব দিয়ে এইখানে পাঠিয়েছেন তা সুন্দরভাবে পালন করতে চেষ্ঠা করব। আর এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি; কারণ, আপনারাই আমাদের একমাত্র আশা ভরসা।
পাল পুরোহিত ফাদার প্রেমু টি. রোজারিও বলেন, আমি এখানে আসার পর থেকে সিস্টারকে পেয়েছে, অনেক ক্ষেত্রেই সে আমাদের সাহায্য করেছেন সেবা দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমি অনেকবার দেখেছি মহিলারা বিভিন্ন সময় সিস্টারের কাছে যেতেন বিভিন্ন সমস্যা নিয়ে এবং তিনিও বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের সাহায্য করতে। তাই, তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার এই উদার সেবা কাজের জন্য ।
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস