“যিশুর ছোট্ট শিশুরাও একেক জন ক্ষুদে প্রেরণকর্মী”- এই মূলসুরকে কেন্দ্র করে গত ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ দেলুয়াবাড়ী কোয়াজি ধর্মপল্লীতে পালিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস।

ধর্মপল্লীর মোট ৬টি গ্রাম থেকে ৬০ জন শিশু ও এনিমেটর নিয়ে দিবসটি উদযাপন করা হয়।  পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সারাদিনব্যাপী এই কর্মসূচির শুরু করা হয়।

শিশুদের উদ্দেশ্যে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার বাপ্পী এনরিকো ক্রুশ। খ্রিস্টযাগের পর রাজশাহী পালকীয় কেন্দ্র হতে আগত সিস্টার ক্লাওডিয়া কিসপট্টা, সিআইসি শিশুদের উদ্দেশ্যে আনন্দময় ও শিক্ষনীয় সহভাগিতা তুলে ধরেন।

পরে শিশুদের মাঝে টিফিন বিতরণ করা হয়। অত:পর শিশুদের ধর্মীয় প্রার্থনা প্রতিযোগিতা ও সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের জ্ঞান ও প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়া হয়। সাংস্কৃতির অনুষ্ঠানের পর দুপুরের আহার ও সকলকে পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাপ্পী এনরিকো ক্রুশ

Please follow and like us: