গত ৩১ শে মে রোজ শক্রবার, ২০২৪ খ্রিষ্টাব্দ, উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে কুমারী মারীয়ার শুভ সাক্ষাৎ পর্ব উপলক্ষ্যে বিশেষ রোজারিমালা প্রার্থনা ও খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারে শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডি, মনসিনিয়র শ্রদ্ধেয় মার্সেল তপ্ন, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি, ২ জন ডিকন (মুকুট বিশ্বাস ও ব্লেইজ কস্তা), বিভিন্ন সম্প্রদায় থেকে প্রায় ৩৫ জন সিস্টার ও প্রায় ৪০০ জন খ্রিস্টভক্ত।
খ্রিস্টযাগের পূর্বে বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ মা-মারিয়া মূর্তি নিয়ে রোজারিমালা প্রার্থনা করতে করতে বাগানপাড়া গ্রামে সমবেত হন। এরপর বাগানপাড়া থেকে শোভাযাত্রা করে মা-মারিয়ার মূর্তি সহযোগে রোজারিমালা করতে করতে মিশন প্রাঙ্গণে এসে মা-মারিয়ার গ্রোটর সামনে রোজারিমালা প্রার্থনা সমাপ্ত করা হয়।
রোজারিমালা শেষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারে শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী।
কুমারী মারীয়ার শুভ সাক্ষাৎ পর্ব উপলক্ষ্যে রোজারিমালা প্রার্থনার বিশেষ তাৎপর্য তুলে ধরে ফাদার যোয়াাকিম হেম্ব্রম তার উপদেশে বলেন, আজকের এই পর্ব আনন্দের পর্ব। দুই জননীর সাক্ষাতের মধ্য দিয়ে সমস্ত মণ্ডলি আজ আনন্দিত। তিনি আরো বলেন, মারিয়া বৃদ্ধা এলিজাবেথের বাড়িতে খ্রিস্টকে বয়ে নিয়ে যান, আর সেই সাথে বহন করেন মুক্তি ও আনন্দের বার্তা। খ্রিস্টবিশ্বাসী হিসেবে আমরাও যেন অন্যের জীবনে খ্রিস্টের আনন্দ, শান্তি ও মঙ্গলময়তা বহন করতে পারি।
বরেন্দ্রদূত রিপোর্টারে : ডিকন ব্লেইজ কস্তা