গত ৩১ মে ২০২৪ খিস্টাব্দে বোর্ণী ধর্মপল্লীতে শক্তিমতি কুমারী মারিয়ার পর্ব উদযাপন করা হয়।
পর্বের প্রস্তুতি স্বরূপ নয়দিনের বিশেষ নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন বিকালে বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ জপমালা প্রার্থনা ও শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করেন। নভেনার খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর চত্বরে শক্তিমতি কুমারী মারিয়ার মূর্তি নিয়ে আলোক শোভাযাত্রা করা হয়।
পর্বের দিন সেন্ট লুইস উচ্চ বিদ্যালের চত্বর থেকে শক্তিমতি কুমারী মারিয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা করে সকলে গির্জায় প্রবেশ করেন। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা। সাথে ছিলেন পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তাসহ আরও ১০ জন যাজক ও ২ জন ডিকন। এই পবীর্য় খ্রিস্টযাগে প্রায় ৮০০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
দিলীপ এস কস্তা, তার উপদেশ সহভাগিতায় বলেন, ‘আজ আমরা শক্তিমতি কুমারী মারিয়ার পর্ব পালন করছি। তিনি ঈশ্বরের প্রতি তাঁর নম্রতা ও বিশ্বস্ততার আদর্শ প্রকাশ করেছেন। আমরাও যেন তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদেরকে মণ্ডলির কাজে নিবেদন করতে পারি।’শক্তিমতি কুমারী মারিয়ার কাছে প্রার্থনা করি, যেন তাঁর মত ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা নম্রতার সাথে গ্রহণ করি এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য যেন বিশ্বস্ততার সাথে পালন করতে পারি।’
খ্রিস্টযাগের পর গ্রাম ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুমারী মারিয়ার জীবন নিয়ে নাটিকা প্রতিযোগিতা করা হয় ।
পরিশেষে পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তা, পর্ব দিনের খ্রিস্টযাগে ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন