গত ৩১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড অনুষ্ঠান। “এসো প্রকৃতি ও অভাবী ভাইবোনদের যত্ন করি” শীর্ষক মূলসুরকে কেন্দ্র করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী বোর্ডের সদস্য, ফাদার পল গমেজ; কারিতাস রাজশাহী অঞ্চলের চ্যাপ্লেইন ফাদার উইলিয়াম মুরমু। এছাড়াও অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ কারিতাস রাজশাহী অঞ্চলের নির্ধারিত কর্মী/কর্মকর্তা এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্যসহ শতাধিক লোক। অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালকের পক্ষে সভাপতিত্ব করেন মি. বিনয় কৃষ্ণ সমদ্দার, ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল “কারিতাস দিবসের তাৎপর্য সহভাগিতা, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের আলোকে মূলসুরের উপর বক্তব্য, কারিতাস কর্মী/কর্মকর্তাদের লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান পরিকল্পনা সহভাগিতা, অনুদান সংগ্রহ ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আমরা যারা ক্ষমতাবান তারা ধ্বংস করছি প্রকৃতিকে আবার ক্ষতি করছি অভাবী মানুষদের। নতুন পৃথিবীর জন্য, নতুন সভ্যতার জন্য আমাদের সেরা কাজটিই করতে হবে। যারা ধনী কিন্তু তাদের মধ্যে এমন অনেকে আছেন অনৈতিক কাজ করছে, সুতরাং তাদের নৈতিকতা উন্নয়নের জন্য কাজ করতে হবে”। এছাড়াও বক্তারা কারিতাসের ন্যায় এ ধরনের মহৎ কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি প্রতিষ্ঠানে কর্মসূচি হাতে নেয়ার সুপারিশ করেন।

Please follow and like us: