গত ০৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, উত্তম মেষপালক ক্যাথিড্রালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে ধন্যা কুমারী মারিয়ার নির্মল হৃদয় পর্ব উদযাপন এবং শান্তি রাণী সিস্টারদের ব্রত নবায়ন অনুষ্ঠান সম্পন্ন করা হয় । এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, মনসিনিয়র শ্রদ্ধেয় মার্সেল তপ্ন, ফাদার লিটন কস্তা, ডিকন ব্লেইজ কস্তা, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, শান্তিরাণী সম্প্রদায়ের ১৬ জন সিস্টার, অন্যান্য সম্প্রদায় থেকে প্রায় ২০ জন সিস্টার ও প্রায় ২০০ জন খ্রিস্টভক্ত।
র্গীজার তোরণ দ্বার থেকে শোভাযাত্রার মধ্যদিয়ে পবিত্র খ্রিস্টযাগ শুরু হয় । শোভাযাত্রায় শান্তিরাণী সিস্টারগণ মোমবাতি সহযোগে বেদীমূলে এসে প্রণাম জানিয়ে মা-মারীয়ার মূর্তির চরণে নিজেদের আত্ম উৎসর্গের চিহ্ন স্বরূপ মোমবাতি প্রতিস্থাপন করেন। অতপর যথারীতি খ্রিস্টযাগ শুরু হয়। খ্রিস্টযাগ অর্পণ করেন রাজশাহী ধর্ম প্পরদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ মহোদয় বলেন, মা-মারিয়ার যে রূপ সমস্ত কিছু অন্তরে গেঁথে রাখতেন, তেমনিভাবে খ্রীস্টকে অন্তরে ধারণও করতেন। মা-মারিয়ার ভালবাসা খ্রিস্টের প্রতি ও মণ্ডলির প্রতি যেরূপ তেমনি ভালবাসা আমাদের প্রদর্শন করতে হবে। মা-মারিয়ার হৃদয় নির্মল ছিল বলেই ঈশ্বর ঐশ পরিকল্পনা বাস্তবায়না তাকে বেছে নিয়েছিলেন। তাই, সেই নির্মল হৃদয়ের ব্যক্তি হয়ে উঠা, মণ্ডলির ঐশচিন্তা প্রকাশ করা ব্রতীয় জীবনে, ধর্মীয় জীবনে অত্যাবশকীয়।
খ্রিস্টযাগে উৎসর্গ প্রার্থনা পর শান্তিরাণী সিস্টারগণ বেদীমূলে এসে বিশপ এর উপস্থিতিতে ব্রত নবায়ণ প্রার্থনা উচ্চারণ করেন। খ্রিস্টযাগ সমাপ্ত হলে বিশপ, যাজকগণ ও শান্তিরাণী সিস্টারদের গান ও ফুলের মধ্যদিয়ে সকলের সমানে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে নতুন দু’জন অব চ্যারিটি সিস্টার (সুজলা ও তেজমিলা ) কে শুভেচ্ছা জানানো হয়।
শান্তি রাণী সিস্টারদের পক্ষ থেকে স্নেহ নীড় ও হোস্টেল ও সিস্টার হাউজ সুপিরিয়র সংক্ষিপ্তভাবে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতামূলক বক্তব্য তুলে ধরেন।
সেই সাথে ভিকার জেনারেল ও বিশপমহোদয় সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সিস্টারদেরকে অভিনন্দন জনান। সম্মিলিত ফটোসেশন এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ডিকন ব্লেইজ সুমিত কস্তা।