গত ১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সেন্ট যোসেফ্স নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নবাইবটতলা, গোদাগাড়ীতে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। এতে একশতাধিক অভিভাবক অংশগ্রহণ করে।

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং পাল-পুরোহিত নবাইবটতলা রক্ষাকারিণী মা-মারিয়ার ধর্মপল্লী; প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফাদার আতুরো পিমে; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্রাহাম এক্কা, শিক্ষা সহায়ক, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ। অরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমাসহ সকল শিক্ষকবৃন্দ। মহতি অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিগণের আসন গ্রহণ, উদ্ধোধনী নৃত্য ও ফুলেল শুভেচ্ছার মধ্য অতিথিদের বরণ করা হয়।

প্রধান শিক্ষক সিস্টার কল্যণী পালমা তার ম্বাগত বক্তব্যে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে পিতা-মাতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাদের বিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে যথাসময়ে এই সমাবেশে এসেছেন এই জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সকল শিক্ষকমন্ডলী ও আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রধান শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমার প্রত্যাশা ও চাওয়া হলো আপনারা আপনাদের সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে প্রেরণ করবেন, সকাল-সন্ধায় পড়তে বসাবেন, রবিবাসরিয় উপাসনায় অংশগ্রহণ করাবেন, পারিবারিক সন্ধ্যা প্রর্থনা করবেন, নীতিশিক্ষা দিবেন, পরিস্কার পরিছন্ন থাকতে শিক্ষা দিবেন। প্রত্যেক পিতা-মাতা যেমন চান আপনাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হিসেবে গড়ে উঠুক, আমিও স্বপ্ন দেখি প্রতিটি শিশু যেন ভাল মানুষ হতে পারে। তাই আসুন আমরা একত্রে হাতে হাত মিলিয়ে তাদের সুশিক্ষিত ভাল মানুষ করে গড়ে তুলি।”

ধর্মপ্রদেশীয় শিক্ষা সহায়ক আব্রাহাম এক্কা শিশুদের প্রতি পিতা-মাতাদের করণীয় ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি পিতা-মাতাদের আহ্বান করেন যেন তারা তাদের সন্তানদের স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়নে যত্নবান হন। উদাহরণ দিয়ে বলেন, ”একজন কৃষক জমিতে ভাল ফসল ফলাতে সক্ষম হয় যখন সে নিয়মিত জমিতে সার দেয়, পানি দেয়, যত্ন নেয়, পরিচর্চা করে, তদ্রুপ শিশু সন্তানকে প্রকৃত শিক্ষিত ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পিতা-মাতাদের সন্তানের প্রতি যত্নবান হতে হবে।”

সভাপতির সমাপনী বক্তব্যে ফাদার স্বপন মার্টিন পিউরীপিকেশন সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা প্রকাশ করেন। তিনি অন্যান অভিভাকদেরকে তাদের সন্তানদের ভর্তি করতে অনুপ্রাণিত করতে উপস্থিত অভিভাবদের অনুরোধ করেন। সেই সাথে সকলে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের যবনিকা টানেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : আব্রাহাম এক্কা

Please follow and like us: