” আজকের এই জন্মদিন আমার জন্য অনেক আনন্দের ও কৃতজ্ঞতার।একজন যাজক হিসেবে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার সুযোগ পেয়েছি। আমার এই জন্মদিনে আমি আপনাদের সকলের মঙ্গল কামনায় এই খ্রিস্টযাগ উৎসর্গ করছি।”বলেন ফাদার প্রশান্ত আইন্দ।
গত ১০ই জুন আনন্দ ও উদ্দীপনার সাথে মুশরইল ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত থিওটেনিয়াস আইন্দের ৩৮ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়। দিনের বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন্দ,ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, ফাদার শ্যামল গমেজ।এছাড়াও সিস্টার ও সেমিনারিয়ান সহ প্রায় ৪০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। বিশেষ প্রার্থনানুষ্ঠানের শুরুতে শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন্দ তার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ প্রজ্বলন করেন।অতঃপর খ্রিস্টযাগ শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন্দ এবং তাকে সহায়তা করেন ফাদার ডানিয়েল রোজারিও ও ফাদার শ্যামল জেমস গমেজ।
খ্রিস্টযাগের উপদেশ বানীতে শ্রদ্ধেয় ফাদার শ্যামল বলেন,”ফাদার প্রশান্তকে আমি অনেকদিন আগে থেকেই চিনি। তিনি জীবনে অনেক কষ্ট ও ত্যাগস্বীকার করেছেন। জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছেন। আমরা প্রার্থনা করি ফাদার যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে।”
খ্রিস্টযাগের পরে শ্রদ্ধেয় ফাদারকে ধর্মপল্লীর পক্ষ থেকে ফুল এবং উপহারসামগ্রীর মধ্য দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
ফাদার ডানিয়েল তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “ফাদার প্রশান্তর এলাকাটি একসময় ছিল অনেক দুর্গম। আমি সেখানে তখন পালপুরোহিত ছিলাম।আর ফাদার প্রশান্ত অনেক কষ্ট করেছেন। আর এখনও পর্যন্ত তিনি ধর্মপ্রদেশের স্থানীয় একমাত্র ওঁরাও ফাদার। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন।”
 ফাদার প্রশান্ত আইন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা প্রদান, প্রার্থনা, গান ফুল সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন নিজের দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারি।”
পরিশেষে সকলে মিষ্টিমুখ করেন এবং ব্যক্তিগতভাবে ফাদারকে শুভেচ্ছা প্রদান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার :  ডানিয়েল লর্ড রোজারিও
Please follow and like us: