গত ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ লূর্দের রাণী মা মারীয়া, বনপাড়া ধর্মপল্লীতে মহান সাধু আন্তনী’র পর্ব উদযাপন করা হয়।

পর্বের প্রস্তুতিস্বরূপ নয়দিনব্যাপী ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নভেনা প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে খ্রিস্টভক্তগণ নিজেদেরকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে তোলেন। নভেনার শেষ দিনে, নভেনা ও খ্রিস্টযাগের পর সাধু আন্তনীর পালা গান হয়। পর্বীয় খ্রিস্টযাগে প্রায় ৬০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার কমল খাঁ এবং বিভিন্ন জায়গা থেকে ফাদারগণ পর্বীয় খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগের উপদেশে ফাদার কমল মহান সাধু আন্তনী’র জীবনাদর্শ এবং তাঁর অবদান বিষয়ে আলোকপাত করেন। তিনি আরোও  বলেন, “সাধু আন্তনী একজন নম্রতা গুণের অধিকারী ব্যক্তি ছিলেন এবং এমনকি সাধু আন্তনী মণ্ডলিতে অনেক অবদানও রেখেছেন। আমরা বিশ্বাস করি সাধু আন্তনী’র কাছে প্রার্থনা করার মধ্যদিয়ে আমাদের মনোবাসনা পূর্ণ হয়। সাধু আন্তনী’র ন্যায় অনেক সাধু-সাধ্বীও আছেন; তারাও মণ্ডলিতে একই কাজই করেছেন। আসুন, সাধু আন্তনী’র কাছে প্রার্থনা করার মধ্যদিয়ে আমরা যেন বিশ্বাসীভক্ত হয়ে উঠতে পারি এবং সাধু আন্তনী’র মধ্যস্থতায় আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও অনুগ্রহ নেমে আসুক”।

খ্রিস্টযাগ শেষে পালপুরোহিত দিলীপ এস. কস্তা সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম

Please follow and like us: