গত ৫ থেকে ৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিসে ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কর্মীদের নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, ডেজিগনেট, কারিতাস রাজশাহী অঞ্চল। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসের সকল কর্মকর্তা/কর্মী এবং মাঠ পর্যায়ের সকল মাঠ কর্মকর্তা ও ইউনিট অফিসারসহ শতাধিক কর্মকর্তা।
সভায় নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে তিন ধর্মের আলোকে সহভাগিতা করা হয়। ইসলাম ধর্মের আলোকে একজন সেবাকর্মীর পালনীয় দায়িত্ব ও কর্তব্য সহভাগিতা করেন জনাব মাওলানা মো. ওসমান গণি, পেশ ইমাম, ভাটাপাড়া জামে মসজিদ, রাজশাহী; সনাতন ধর্মের আলোকে একজন সেবাকর্মীর পালনীয় দায়িত্ব ও কর্তব্য সহভাগিতা করেন মি. হরেন্দ্রনাথ রায়, সিনিয়র শিক্ষক, রাজশাহী বিশ^বিদ্যালয় হাইস্কুল এবং খ্রিস্ট ধর্মের আলোকে একজন সেবাকর্মীর পালনীয় দায়িত্ব ও কর্তব্য সহভাগিতা করেন রেভা. ফাদার উইলিয়াম মুরমু, চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া সভায় কাথলিক মণ্ডলীর সামাজিক শিক্ষা ও আমাদের করণীয় বিষয় নিয়ে সহভাগিতা করেন রেভা. ফাদার জ্যোতি এফ. কস্তা, সহকারি সেক্রেটারি জেনারেল, সিবিসিবি, ঢাকা।
সভায় অনুভূতি ব্যক্তকারীগণ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রতিবছর এ ধরনের সভা আয়োজন করা উচিৎ’ কারণ এ ধরনের সভা হতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের বিশ্বাস কারিতাসের সেবাকাজে নিজেদের আরও বেশি বেশি কাজে লাগাতে পারবো।
কারিতাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক সভা
Please follow and like us: