গত ১৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ রোজ সোমবার, বেনীদুয়ার ধর্মপল্লীর কৃতি সন্তান শ্রদ্ধেয় ফাদার সামসন মারান্ডী আনুমানিক রাত ৯:৪৫ মিনিটে ধামুরহাট ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তার এই অকাল প্রয়াণে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, সকল ফাদার-ব্রাদার-সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ^র তার এই ভক্ত সেবককে দান করুক চিরশান্তি ও অনন্ত বিশ্রাম।
তার চির বিদায় উপলক্ষ্যে প্রয়াত ফাদারের আত্মার চির শান্তি কামনা করে ১৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ বেলা ২:০০টার সময় তার নিজ ধর্মপল্লী বেনীদুয়ারে অত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগ অনুষ্ঠিত হবে। উক্ত খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাষ্টিয়ান টুডু উপস্থিত থাকবেন।
আপনারা যারা ফাদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার চির বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত হতে চান উল্লেখিত সময়ে উপস্থিত হয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিস্টযাগে অংশগ্রহণ করতে পারেন।
বরেন্দ্রদূত রিপোর্টার