গত ২৮ জুন ২০২৪ খ্রিঃ বেনীদুয়ার ধর্মপল্লীতে দিনব্যাপী শিশু সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে মাঞ্জহি পরিষদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিভিন্ন গ্রামের মাঞ্জহি পরিষদ থেকে ৮১ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ কর্মশালায় পরিচালনা করেন মিঃ নাথান চৌকিদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট, নওগাঁ।
তিনি তার বক্তব্যে বলেন – আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এর আলোকে আমরা কিভাবে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ব সেই স্বপ্নের বিষয়ে এখন থেকেই সচেতন হতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের মাঞ্জহি পরিষদের করণীয় বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
মাঞ্জহি পরিষদের করণীয় বিষয়ে অলোচনা করেন মিঃ জিল্লুর মার্ডী । তিনি বলেন- পরিবার ও সমাজ সঠিকভাবে পরিচালনার জন্য মাঞ্জহি পরিষদ সমাজের সবল কাঠামো অনেক গুরুত্বপূণ। মাঞ্জহি পরিষদ দূর্বল হলে সমাজ পরিচালনায় মাঞ্জহি পরিষদও দুবল হয়ে পড়বে।
বেনীদুয়ার ধমপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার মাইকেল কোড়াইয়া সিনোডাল মণ্ডলি বিষয়ে বলতে গিয়ে বলেন- খ্রিস্টভক্তদেরকে মণ্ডলির প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একসাথে পথ চলতে হবে । যেন মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কাজের মধ্য দিয়ে একসাথে পথ চলার মধ্য দিয়েই সিনোডাল মণ্ডলি গড়ে তুলতে পারি । মণ্ডলির প্রত্যেক সদস্যকে সিনোডাল মনোভাবাপূণ মানুষ হতে হবে। তবেই আমাদের মণ্ডলি প্রাণবন্ত, প্রচারধর্মী, জীবন্ত ও অংশগ্রহণমূলক মণ্ডলি হয়ে উঠবে।
পরে তিনি পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়ের দেয়া পালকীয় পত্রের ৩টি প্রশ্ন সকল বুঝিয়ে দেন, যেন গ্রাম ভিত্তিক প্রতিনিধিবৃন্দ প্রশ্নের উত্তর লিখিতভাবে কেন্দ্রে জমা দিতে পারেন।
পরে তিনি শিশু সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে মাঞ্জজি পরিষদের করণীয় বিষয়ের কর্মশালায় সহযোগিতা দেওয়ার জন্য ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট, নওগাঁ এপি ম্যানেজারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে অংশগ্রহণকারী সবাইকে কর্মশালার অলোচ্য বিষয়টি বাস্তবায়নের অনুরোধ করে প্রার্থনার মাধ্যমে কর্মশালা সমাপ্তি ঘোষণা বরেন।
বরেন্দ্রদূত রিপোটার : ফাদার মাইকেল কোড়াইয়া