সুরশুনিপাড়া ধর্মপল্লীর অধিন্যস্ত গ্রামগুলোর প্রার্থনা পরিচালকদের দীর্ঘ বছর যাবৎ অবদান রাখার জন্য আয়োজন করা হয় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। প্রার্থনা পরিচালকদের তিন জন পঁচিশ, পাঁচজন ত্রিশার্ধ্ব এবং একজন বিয়াল্লিশ বছর যাবৎ ধর্মপল্লীর গ্রামগুলোতে রবিবাসরীয় ও অন্যান্য দিনের প্রার্থনা পরিচালনা করে আসছেন।
৬ জুলাই ধর্মপল্লীর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া এবং ডিকন ব্লেইজ সুমিত কস্তা। ফাদার প্রদীপ কস্তা বলেন, ‘প্রার্থনা পরিচালগণ যাজকের প্রতিনিধি হয়ে গ্রামে খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক যত্ন নিয়ে থাকেন। প্রার্থনা পরিচালনা করতে গিয়ে তারা নানা ধরণের বাঁধার সম্মুখীন হয়েও পিছুপা হননি। উনারা আমাদের অনুপ্রেরণা। আজকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধর্মপল্লীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি’।
নয়জন প্রার্থনা পরিচালক একে একে তাদের প্রার্থনা পরিচালনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন। প্রার্থনা পরিচালক রমণী বেসরা বলেন, ‘আমি বত্রিশ বছর যাবৎ গ্রামে প্রার্থনা পরিচালনা করে আসছি। ফাদার লুইস পেরেরা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছিলেন। প্রার্থনা পরিচালক হিসেবে আমি আনন্দিত। ঈশ্বর আমাকে নানাভাবে সহায়তা করেছেন। ঈশ্বরের বাণীকে অন্যের মাঝে প্রচার করতে আমার ভালো লাগে’।
বরেন্দ্রদূত রিপোর্টার : ক্যারোলিনা মুর্মু