৮ জুলাই রোজ সোমবার মুশরইল সাধু পিতর সেমিনারির ভারপ্রাপ্ত পরিচালক শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস গমেজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং একই সাথে সেমিনারির পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী উচ্চশিক্ষা শেষে ফিরে আসায় তাকে বরণ করে নেওয়া হয়। এদিন সকাল ৬.০০ টায় বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিদায়ী ভারপ্রাপ্ত পরিচালক শ্রদ্ধেয় ফাদার শ্যামল গমেজ এবং তাকে সহায়তা করেন পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডীসহ ধর্মপল্লী ও সেমিনারির অন্য ৩ জন ফাদার। খ্রিস্টযাগে সিস্টার,সেমিনারিয়ানসহ বেশ কিছু সংখ্যক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগে উপদেশ বাণীতে বলেন, যিশু আমাদের আহ্বান করেন তার সঙ্গে সঙ্গে পথ চলতে এবং তার সাথে জীবন-যাপন করতে। অনেক সময় আমরা শুধুমাত্র বিপদের সময় প্রার্থনা করি কিন্তু আমাদের প্রার্থনা হওয়া উচিত সকল সময়ের জন্য। যিশু আমাদের শিক্ষা দেন একে অপরের হাত ধরে একসাথে পথ চলতে। তাই আসুন আমরা একসাথে যিশুর সাথে পথ চলি।

খ্রিস্টযাগের শেষে বিদায়ী ও নবাগত পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডীকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। তিনি তার অনুভ‚তি ব্যক্ত করে বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং বিশপ মহোদয়ের পক্ষ থেকে ফাদার শ্যামলকে অনেক ধন্যবাদ জানাই তার সুন্দর সেবাদায়িত্বের জন্য। মণ্ডলি আমাদের ঈশ্বরের সৃষ্টির সেবার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি বিদেশে থাকাকালীন সময়ে অনেক স্মরণ করেছি আপনাদের আর আপনারাও আমার জন্য প্রার্থনা করেছেন তাই সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে আসতে পেরেছি। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।

ফাদার শ্যামল তার বিদায়ী অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশপ মহোদয় আমাকে সুযোগ দিয়েছিলেন সেমিনারিতে কাজ করার এবং সুন্দর অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য। প্রার্থনা করি তোমরা সকলেই যেন আদর্শ ফাদার হয়ে ঐশজনগণের সেবা করতে পার। তোমাদের সহযোগিতার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

পরিশেষে মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ বিদায়ী ভারপ্রাপ্ত পরিচালক ফাদার শ্যামলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং পরিচালক ফাদার বিশ্বনাথকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও

Please follow and like us: