গত ৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে বিকালে ডিকন ডেভিড পিটার পালমা’র মঙ্গল কামনা করে আশির্বাদের অনুষ্ঠান পবিত্র ঘন্টা করা হয়। এই আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদাসহ অন্যান্য ফাদার-সিস্টারগণ ও ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রিস্টভক্তগণ।

৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ ডিকন ডেভিড যাজকপদে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৩৫ জন ফাদার, ৫ জন ডিকন, ২০ জন সিস্টার ও প্রায় ৫০০ খ্রিস্টভক্ত।

রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও উপদেশ বাণীতে বলেন– যাজকপদ হলো একটি উপহার। যিশু নিজেই একজন যাজককে অভিষিক্ত করেন। তিনি যেভাবে নিজেকে ক্রুশ কাষ্ঠের উপর তার জীবন উৎসর্গ করেছিলেন ঠিক একইভাবে আমাদের নবভিষিক্ত ফাদার ডেভিড পিটার পালমাকেও যিশুর মতো জীবন উৎসর্গ করতে হবে। যিশু তাঁর নিজ জীবন উৎসর্গ করার মধ্যদিয়ে মানুষের প্রতি ঈশ্বরের যে দয়া প্রকাশ করেছেন একজন যাজককেও যিশুর দয়া মানুষের প্রতি দেখাতে হবে। একজন যাজক হচ্ছেন একজন প্রবক্তা। তাই যাজককে সবসময় সত্যকে সত্য বলতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এজন্যই একজন যাজক তার পালকীয় সেবাদানকালে ভক্তজনগণকে নেতৃত্ব দেন, পরিচালনা করেন এবং শাসন করেন। এই শাসন পাপ থেকে মানুষকে মুক্ত করার শাসন। তিনি আরো বলেন, একজন যাজকের প্রথম ও প্রধান কাজ হলো নিজেকে পবিত্র করা ও মণ্ডলীকে পবিত্র করে তোলা। বাণী প্রচার করা হচ্ছে যাজকের অন্যতম করা। যিশু যা করতেন একজন যাজক ও তাই করবেন।

নব অভিষিক্ত ফাদার ডেভিড পিটার পালমা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন– শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ, আমার বাবা-মা, আত্মীয় স্বজন, গুরুজন, শুভাকাঙ্ক্ষী ও খ্রিস্টভক্তগণ সবাইকে যিশুপ্রণাম-নমস্কার। আজ আমার হৃদয় ঐশ কৃপায় পরিপূর্ণ, তাই আমার প্রাণ পরমেশ্বরের মহিমা গায়। কেননা তিনি আমাকে যাজক পদে অভিষিক্ত করেছেন। তবে আমাকে যাজকরূপে প্রভুর বেদীমূলে আসতে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান আছে। আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে তাদের কথা স্মরণ করে ধন্যবাদ জানাতে চাই। আজ আমার জীবনের জন্য এক অতি আনন্দের দিন। এই মিলনযজ্ঞে আমি প্রথমে মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তাঁর পরিকল্পনা ও আশির্বাদে আমি এই পৃথিবীতে এসেছি। পুণ্যবেদীতে তাঁর পুত্রের মহাযাজকত্বে অংশী হয়ে পুণ্য যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করতে তিনিই আমাকে আহ্বান করেছেন। আজ আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ভালোবাসা নিবেদন করি এখানে উপস্থিত আমার বাবা ও মা’কে। যাদের অকৃত্রিম ভালোবাসা, সেবা-যত্ন, শাসন, সুশিক্ষা, উৎসাহ, অনুপ্রেরণা ও অবিরাম প্রার্থনায় আমি আজ যাজক হতে পেরেছি। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ জানাই রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও-কে যিনি বিভিন্ন সময় সুন্দর পরামর্শ ও দিক-নির্দেশনা দিয়েছেন যেন যাজক পদের জন্য যোগ্যভাবে নিজেকে গঠন করতে পারি। সর্বোপরি তিনি আমাকে তার সহকর্মী হিসেবে যাজক পদে অভিষিক্ত করেছেন।

পরিশেষে ধন্যবাদ জানাই, যারা আমার যাজকীয় অভিষেক ও ধন্যবাদের খ্রিস্টযাগে অর্থ, পরামর্শ, প্রার্থনা, শ্রম, সমর্থন প্রভৃতি দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন; আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের শ্রদ্ধেয় খ্রিস্টভক্ত ও বোর্ণী ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের; যাদের নাম প্রকাশ করতে পারিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বোর্ণী ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারি মি: মিলন রড্ক্সি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ নবভিষিক্ত যাজক ডেভিড পিটার পালমা’র অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশপ মহোদয়ের পালকীয় কাজের হাতকে আরো শক্তিশালী করে তুলবে। সেই সাথে আমি নবভিষিক্ত যাজককে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় এবং শ্রদ্ধেয় ফাদার ডেভিড পালমা একজন যাজক হিসেবে তোমাকে হতে হবে একজন প্রার্থনাশীল মানুষ, সেবার মানুষ ও ভালোবাসা পূর্ণ হৃদয়ের মানুষ।

পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা বলেন, নবভিষিক্ত ফাদার ডেভিড পালমাকে নিয়ে আজ পর্যন্ত বোর্ণী মিশন রাজশাহী ধর্মপ্রদেশকে ২৪ জন ফাদার উপহার দিয়েছে। এত জন ফাদার পাওয়ার পেছনে তাদের পরিবারের পিতা-মাতার অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বেশি। তাই আমি সে সমস্ত পরিবারের সকল পিতা-মাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আরো অনুরোধ রাখি আপনারা সকলেই যাজকদের জন্য প্রার্থনা করবেন এবং ভবিষ্যতেও যেন আরো অনেক যাজক আমরা ধর্মপল্লী থেকে ধর্মপ্রদেশে বা মণ্ডলীতে উপহার দিতে পারি সেই জন্য পারিবারিকভাবে আপনাদের সন্তারদেরকে উৎসাহিত করবেন যাজকীয় ও ব্রতীয় জীবন বেছে নিতে। যাজক অভিষেক ঘিরে যারা নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন বা করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, তাদের সবার প্রতি অনেক শুভ কামনা।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: