গত ৬ আগস্ট , শক্তিমতি কুমারী মারিয়ার ধর্মপল্লীতে সকালে পবিত্র খ্রিস্টযাগ এর মধ্যদিয়ে ৪ জন বাণী বাণীপাঠ ৪ বেদীসেবক পদ প্রতিষ্ঠা করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় পাল- পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, সাথে ছিলেন ফাদার মিন্টু যোহন রায় ও ফাদার সুরেশ পিউরীফিকেশন।
পাল- পুরোহিত উপদেশে বলেন, প্রতিষ্ঠিত বাণী ঘোষক সেবাদায়িত্ব যা মণ্ডলীতে অনেক আগে থেকেই ছিল। এই সেবাদায়িত্ব পালনে ভক্তজনগণের অংশগ্রহণ যেন বৃদ্ধি পায় সে জন্য পোপ মহোদয় আহ্বান করেন। আজকে যারা প্রতিষ্ঠিত বেদীসেবক ও বাণী ঘোষক পদ লাভ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: সুরেশ পিউরীফিকেশন
Please follow and like us: