আজ ১৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার মহাসমারোহে পালিত হলো গোপালপুর ধর্মপল্লীর প্রতিপালিকা স্বর্গোন্নীতা মারিয়ার মহাপর্ব। পর্বীয় খ্রিস্টযাগ শুরু হবার পূর্বে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, ফাদার, ব্রাদার, সিস্টারদের রেসিডেন্স হাউজ থেকে পাহাড়িয়া গান ও নাচের মাধ্যমে শোভাযাত্রা করে গির্জার মাঠ প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়।

পরে বিশপ মহোদয় ও শ্রদ্ধেয় ফাদার আন্তনি হাঁসদা, বর্তমানে বোর্ণী ধর্মপল্লীর নব পাল-পুরোহিতকে পা ধুয়া অনুষ্ঠান ও মাল্য প্রদানের মাধ্যমে ধর্মপল্লীতে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে ধূপারতি, ক্রুশ, মা মারিয়ার মূর্তি, পতাকাসহ শোভাযাত্রার মাধ্যমে গির্জাঘরে প্রবেশ এবং পরে বিশপ মহোদয় খ্রিস্টযাগ আরম্ভ করেন। খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগ শেষে বিশপ মহোদয় তার জন্মদিনের কেক কাটেন এবং পরে সংক্ষিপ্ত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে সবার জন্যে মধ্যাহ্নভোজের আয়োজন থাকে এবং মধ্যাহ্নভোজ গ্রহণ করে সকলেই বিদায় নিলে এ পর্বীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পর্বীয় খ্রিস্টযাগে মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী, বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার নবীন পিউস কস্তা, ভবানীপুর ধর্মপল্লী থেকে ফাদার ফ্রান্সিস ডরেস, এসজে; ডিকন, ব্রাদার রঞ্জন সিএসসি, গোপালপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত, সহকারী পাল-পুরোহিত, বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ এবং প্যারিশ ও বিভিন্ন মফস্বল গ্রাম থেকে প্রায় ৮০০ খ্রিস্টভক্ত ও পবীয় খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার লিন্টু আরেং, ওএমআই

Please follow and like us: