গত ১৯ আগস্ট সাধু পিতরের সেমিনারিতে কারিতাস রাজশাহী অঞ্চলের প্রাক্তন আঞ্চলিক পরিচালক প্রয়াত ডেনিস সি বাস্কের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সকালে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও,উন্নয়ন প্রশাশক ফাদার উইলিয়াম মুর্মু, মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী ও আধ্যাত্মিক পরিচালক ফাদার অনিল মারান্ডী। উল্লেখ্য উক্ত খ্রিস্টযাগে ডেনিস বাস্কের পরিবার- আত্মীয় স্বজন ও সেমিনারিয়ানসহ প্রায় ৪৫ জন অংশগ্রহণ করেন।
শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী তার উপদেশ বাণীতে বলেন, ” ডেনিস বাস্কে ছিলেন একজন নিবেদিত প্রাণ। ধর্মপ্রদেশের বিভিন্ন কাজে বিশেষভাবে প্রজেক্ট লেখার ক্ষেত্রে তিনি অনেক সহায়তা করতেন। আমি তাকে দেখেছি অভাবী দরিদ্র মানুষের প্রতি গভীর চিন্তা করতে।তিনি আদিবাসী সমাজে পড়াশোনার ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। আজকের এই দিনে তার রেখে যাওয়া ভালো গুণগুলো নিয়ে আসুন চিন্তা করি এবং তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।”
খ্রিস্টযাগের পরে ডেনিস বাস্কের পরিবার ও ফাদারগণ স্মৃতিচারণ করেন। ডেনিস বাস্কের সহধর্মিণী সবিতা মারান্ডী বলেন, যদি আমার স্বামী সেমিনারিতে গঠন না নিত তাহলে হয়তো আজকে তার বিষয়ে যা শুনছি তা হতে পারত না।তাই আমরা সেমিনারীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সেমিনারিয়ানদের সাথে আজকের মৃত্যুবার্ষিকী উদযাপন করছি। আমাদের এ সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
সেন্ট পিটার সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, আমার মামার ভূমিকা আমার জীবনে অনেক বেশি। পিতৃস্নেহ আমি তার কাছ থেকেই পেয়েছি। কিন্তু ২০১৮ সালে মামা যখন মারা যান আমি তাকে শেষ বারের মতো দেখতেও পারিনি। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আজকে আপনারা আমাদের পরিবারের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই।
খ্রিস্টযাগের পরে প্রয়াত ডেনিস বাস্কের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। পরিশেষে মধ্যাহ্ন ভোজ ও তার কবরে মোমবাতি প্রজ্জলন এবং প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও