শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলের সন্ত্রাসী হামলা ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সকল দেশের শান্তির জন্য রাজশাহী শহর খ্রিস্টান ভক্তজনগনের আয়োজনে বিসিএসএম ক্যাথিড্রাল ইউনিট এর সহযোগিতায় শহরের টুলটুলী পাড়ার মোড়ে বিকাল ৫ ঘটিকায় একটি মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন আয়োজন করে। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জেভাস রোজারিও, চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুর্মু, ভিকার জেনারেল ফাদার পল গমেজ, বিসিএসএম ক্যাথিড্রাল ইউনিট এর সকল সদস্য, সকল ভক্তজনগণ ও ফাদার, সিস্টারগণ।

Please follow and like us: