গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার মোট ৮০ জন ওয়াইসিএসদের নিয়ে রবিবারে পবিত্র খ্রিস্টযাগের পর লূর্দের রাণী মা মারীয়া, বনপাড়া ধর্মপল্লীতে পালিত হলো ওয়াইসিএসদের সেমিনার। যার মূলসুর ছিল- “এসো একসাথে, চলি আলোর পথে”।
প্রথমত প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার আরম্ভ করা হয়। শুভেচ্ছা বক্তব্যে পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা সবাইকে শুভেচ্ছা জানিয়ে উক্ত সেমিনারে সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, আজকে সেমিনারের মূলসুর হলো “এসো একসাথে, চলি আলোর পথে”। আর খ্রিস্টবিশ্বাসী হয়ে আমরা যেন সবাই আলোর মানুষ হতে পারি এবং অন্যকে আলোর পথে আসার জন্য সাহায্য করতে পারি।
মূলসুরের উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। তিনি তার সহভাগিতায় বলেন, আমরা সবাই আলোর মানুষ আর আলোর মধ্যেই আমরা বসবাস করি। আমাদের প্রথম কাজ হলো বিপদগামী মানুষদেরকে আলোর পথে এগিয়ে আনার জন্য আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। শুধু আমি, আমরা ভাল হলে চলবে না, আমাদেরকে অন্যকে আলোর পথে আসার জন্য সাহায্য করতে হবে। এক সাথে চলা, এক সাথে বসা, এক সাথে কাজ করা এভাবে চলব আলোর পথে।
ওয়াইসিএস এর পটভূমি, কার্যক্রম সম্পর্কে সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার উজ্জল রিবেরু। তিনি তার সহভাগিতায় বলেন, ওয়াইসিএস হলো ছাত্র-ছাত্রীদের নিয়ে, ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত খ্রিস্টীয় বিশ্বাসের চেতনামূলক আন্দোলন মানব সমাজের সুস্থবিকাশ ও সার্বিক বিকাশ গঠন। ওয়াইসিএস এর কার্যক্রম হলো নতুন মানুষ হয়ে নতুন পৃথিবী গড়ার অনুপ্রেরণা দেওয়া। প্রথমত নিয়মিত কার্যক্রম, দি¦তীয়ত ধর্মীয় কার্যক্রম ও তৃতীয়ত সামাজিক কার্যক্রম এগুলোর মধ্যে দিয়ে আমরা সবাই আলোর মানুষ হতে পারব।
শেষে সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে দুপুরে আহার ও শেষ প্রার্থনার মধ্য দিয়ে ওয়াইসিএস সেমিনার সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : শিবলাল মার্ডী