গত ২৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে রোজ রবিবার, শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লী বোর্ণীতে “শিশুদের আমার কাছে আসতে দাও” এই মূলসুরকে কেন্দ্র করে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন করা হয়। পবিত্র শিশুমঙ্গল দিবসে ৫ জন ফাদার ৪ সিস্টার, ৩০ জন এনিমেটরসহ শিশুদের মোট উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ১৮০ জন।
সকাল ৯টায় শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও, সাথে ছিলেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন। শ্রদ্ধেয় ফাদার সহভাগিতায় বলেন, ‘আমরা যিশু আর যিশু আমাদেরকে অনেক ভালবাসেন যত্ন করেন যেন আমরা তার আদর্শ অনুসরণ করে ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা নম্রতার সাথে গ্রহণ করি। আমরা যেন প্রতি রবিবার গির্জায় আসি, বাড়িতে প্রার্থনা করি এবং আমাদের ছোট ছোট দায়িত্ব ও কর্তব্য যেন বিশ্বস্ততার সাথে পালন করতে পারি।’
খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে মিশনের মাঠ প্রাঙ্গণে রেলী করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে শ্রদ্ধেয় পাল-পুরোহিত, ফাদার উত্তম রোজারিও, মিন্টু রায়, ফাদার উজ্জ্বল রিবেরু ও ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টারগণ উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন শ্রেণী ভিক্তিক প্রার্থনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুরের আহারের পর গ্রাম ভিক্তিক নাটিকা উপস্থাপন করা হয়।
পরিশেষে প্রতিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন