গত ১৫  সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, শক্তিমতি কুমারী মারিয়ার ধর্মপল্লী, বোর্ণীতে ১২০ জন ছাত্র- ছাত্রীদের নিয়ে ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল “জাগি আমরা, জাগাই ওয়াইসিএস “। শুরুতেই  ছিল  রবিবারসরীয় পবিত্র  খ্রিস্টযাগ। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল  রিবেরু, সাথে ছিলেন ফাদার  মিন্টু যোহন রায় ও ফাদার  সুরেশ পিউরীফিকেশন।

খ্রিস্টযাগের পর প্রদীপ  প‍্রজ্জ্বলন ও প্রার্থনার এর মধ‍্য দিয়ে  সেমিনারের শুভ উদ্বোধন করা হয়। ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার  মিন্টু যোহন রায় সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যুবক- যুবতীরা অনেক সুন্দর কাজ করতে পারে। তারা  সবসময় যেন যিশু খ্রিস্টকে অন্তরে গ্রহণ করে এবং তাঁর ক্রুশ  বহন করে সাক্ষ্য বহন করতে পারে  সেই প্রত‍্যাশা করি ।

ওয়াইসিএস এর  লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যুবক- যুবতীদের আলোকিত করেন রাজশাহী ধর্মপ্রদেশে ওয়াইসিএস এর চ‍্যাপলেইন  শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল  রিবেরু। তিনি বলেন, আর্দশ ধর্মপল্লী গঠনে ওয়াইসিএস এর অনেক দায়িত্ব। নৈতিকতা  ও মূল‍্যবোধের বিষয়ে যেন তারা আরও বেশি সচেতন থাকে।

শেষে  সহকারী পাল-পুরোহিত ফাদার  সুরেশ পিউরীফিকেশন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, যুবক- যুবতীরা মণ্ডলীর প্রাণ। আমরা ওয়াইসিএস নিজেরা জাগি, আমরা যেন এই ধর্মপল্লীকে জাগাই বিশ্বাসে, একতায় ও  মিলন সহভাগিতায়।

সকলকে টিফিন প্রদানের  মধ‍্য দিয়ে পরিসমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: