পোপ ফ্রান্সিস কর্তৃক ঘোষিত ‘সৃষ্টি উদযাপনকাল ২০২৪’ খ্রিস্টাব্দকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের কাজা গায়া হোস্টেলে সৃষ্টি উদযাপনকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, ৬জন সিস্টার এবং হোস্টেলের ৬৫জন মেয়ে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল এগারোটায় কাজা গায়াতে সৃষ্টি উদযাপনকালের অনুষ্ঠান শুরু হয়। ফাদার সাগর কোড়াইয়া সৃষ্টি উদযাপনকাল ২০২৪ এর মূলভাব ‘আশা করি এবং সৃষ্টির সাথে একত্রে কাজ করি’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রকৃতির ওপর মানুষের নির্যাতনের কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। আর এর ফলে মানুষের জীবন প্রভাবিত হয়ে আজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। প্রকৃতি আমাদের রক্ষা করে বিধায় প্রকৃতিকে রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পোপ ফ্রান্সিস আসিসির সাধু ফ্রান্সিসের জীবনের অনুকরণে বিশ্বের সবাইকে প্রকৃতির প্রতি যত্নশীল হবার আহ্বান জানিয়েছেন। আমরা প্রত্যেকে যেখানে আছি সেখান থেকেই প্রকৃতিকে যত্ন করতে পারি। এর জন্য অনেক বড় কাজ করতে হবে এমন নয়; বরং প্রচেষ্টা থাকাটা গুরুত্বপূর্ণ।
সিস্টার ট্রেসি, এসসি বলেন, প্রকৃতি আমাদের মায়ের মতো। তাই মাকে আমরা যেমন ভালবাসি তেমনি প্রকৃতিকেও ভালবাসতে হবে। তবে দুঃখের বিষয়, প্রকৃতি ও জলবায়ুকে ব্যাপকহারে ধ্বংস করার ফলে মানব জাতি আজ হুমকীর সন্মুখীন। তাই পোপ ফ্রান্সিসের শিক্ষানুযায়ী প্রকৃতি আপন করে নিতে হবে।
হোস্টেলের মেয়ে সঙ্গীতা সরেন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু সমন্ধে আমরা সব সময়ই অসচেতন। আজকের এই সৃষ্টি উদযাপনকাল অনুষ্ঠান থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। এখন থেকে প্রকৃতির প্রতি সচেতন হয়ে উঠবো।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সাগর কোড়াইয়া