গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ‘সেবা কর দুঃখী জনে, সেবা কর র্আতজনে’ মূলসুররে উপর ভিত্তি করে নবাই বটতলা র্ধমপল্লীতে সাধু ভিনসেন্ট ডি’ পলের র্পব উদযাপন করা হয়। র্ধমপল্লীর ফাদার-সিস্টার ও সাধু ভিনসেন্ট ডি’ পল সোসাইটির উদ্যোগে এতে সোসাইটির সদস্য-সদস্যা, প্রবীণ ব্যক্তিবর্গ, অসুস্থ্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিসহ র্ধমপল্লীর খ্রিস্টভক্ত মিলে ৩৫০ জন উপস্থতি ছিলেন।
অনুষ্ঠানসূচীতে ছিলো শোভাযাত্রাসহ পবিত্র খ্রিস্টযাগ। এতে প্রধান পৌরহিত্য করনে নবাই বটতলার ধর্মপল্লীর পাল-পুরোহতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। উপদেশে তিনি বলেন, সাধু ভিনসেন্ট ডি’ পল ছিলেন, দীন-দুঃখীদের পিতা ও বন্ধু, ভাল গায়ক, র্প্রাথনাশীল মানুষ, মণ্ডলিকে নিয়ে সুদূর প্রসারী ভাবনার এক মানুষ। বৃদ্ধ-বৃদ্ধাদের-অসুস্থ-অভাবগ্রস্থ-রুগ্ন, পীড়িত মানুষের সেবক ও সুযোগ্য বাণী প্রচারক।
খ্রিস্টযাগের মধ্যে সকল বয়স্ক-অসুস্থ্য ও প্রতিবন্দীদের রোগীলেপন সংস্কার প্রদান করা হয়। খ্রিস্টযাগের পরপরই সহভাগিতা করনে উক্ত সোসাইটির সভাপতি মি: র্কালুশ মারাণ্ডী। তিনি বলেন, সবাইকে দায়ত্বিশীল আচরণরে মধ্য দিয়ে এই সোসাইটিকে আরও যুগোপযোগী করে তুলতে হব। গীর্জা-র্প্রাথনায় সবাইকে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে আরো বেশী আগ্রহী হয়ে উঠতে হবে।
সোসাইটির সেক্রেটারি মিসেস কস্তানতিনা হাঁসদা বলনে, আমরা যেন শুধুমাত্র পর্ব পালনের জন্য সাধু ভিনসেন্ট ডি’পল সোসাইটির সদস্য-সদস্যা না হই বরং সাধু ভনিসন্টেরে জীবনার্দশ অনুসরণ ও অনুকরণ করি এবং দরদ্রি-অসহায়-অবহলেতিদরে পাশে সাহায্যের হাত প্রসারতি করি।
কয়কেজন অসুস্থ ভ্রাতা-ভগিনীকে শাড়ি ও লুঙ্গি ভালবাসার দান হিসেবে প্রদান করা হয়। সবাইকে ফুললে শুভচ্ছোসহ আর্শীবাদ ও পাল-পুরোহতিরে ধন্যবাদ জ্ঞাপনরে মাধ্যমে র্পব উদযাপনের পরসিমাপ্তি ঘটে।
বরন্দ্রেদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেন