গত ০১ থেকে ৫ অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ডিকনদের যাজকীয় অভিষেকের প্রস্তুতিমূলক নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়। উক্ত নির্জন ধ্যানে রাজশাহী ধর্মপ্রদেশের ৬ জন ডিকন অংশগ্রহণ করেন। এই নির্জন ধ্যান পরিচালনা করেন মুশরইল সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী।

নির্জন ধ্যানের সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ফাদার সুনীল দানিয়েল রোজারিও।

আসুন আমরা আমাদের এই ডিকনদের জন্য প্রার্থনা করি যেন তারা যাজকীয় অভিষেকের মধ্যদিয়ে ঐশরাজ্য বিস্তারের কাজে আত্মনিয়োগ করতে পারেন।

বরেন্দ্রদূত নিজস্ব রিপোর্টার

Please follow and like us: