প্রত্যেক শিশুর সুরক্ষা অতীব জরুরী। তবে শিশুরা পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অবহেলিত। শিশু-কিশোররা নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে। নেশা পরিত্যাগ করে খেলাধুলা করা ভালো। রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের শিশু সুরক্ষা বিষয়ক ডেস্কের আহ্বায়ক ও রাজশাহী হলিক্রস স্কুল এণ্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড রিবেরু, সিএসসি হলিক্রস স্কুল এণ্ড কলেজের ব্রাদারপ্রার্থী-হোস্টেল ও সুরশুনিপাড়া বোর্ডিং ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত শিশু সুরক্ষা বিষয়ক ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণীতে এই অভিমত ব্যক্ত করেন।

৩ অক্টোবর সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, তিনজন ব্রাদার, হলিক্রস স্কুল এণ্ড কলেজের দুইজন শিক্ষকসহ আশিজন ছাত্র। বিকালে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে সুরশুনিপাড়া বোর্ডিং ছাত্ররা একগোলের ব্যবধানে বিজয়ী হয়। ফুটবল ম্যাচের পর মিশন প্রাঙ্গণে ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধন্যবাদমূলক বক্তব্যে পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের মানসিক, আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক ও শারীরিক গঠনের প্রয়োজন রয়েছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুরা যে নির্মল আনন্দ লাভ করেছে তা তাদের ভবিষ্যত বিকাশের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শিশু সুরক্ষা বিষয়ক ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

বরেন্দ্রদূত রিপোর্টার : অজয় মুর্মু

Please follow and like us: